এক অজানা মুহূর্ত
ভালোলাগার একটা সম্পর্ক গড়ে উঠেছে অভি আর রূপকথার মধ্যে ধীরে ধীরে,
বলে উঠতে পারেনি কেউ-ই ।
(Photo : Google pics) |
- কতদিন পর দেখা হল বলো আভি দা..
(আকাশের দিকে তাকিয়ে আছে আভি,কোনো সাড়া নেই)
এরকম চুপ করে বসে থাকার কারন কি ?
-হ্যাঁ, ইয়ে না মানে ভাবছিলাম একটু...... ছার কিছু বলবি ?
- তোমার ভাবনা মানেই তো আচমকা কিছু লুকিয়ে থাকা আঘাত...
- সেখানেই জন্ম আমার কিছু গল্পের!
- কষ্টের গল্প?
- কষ্ট না পেলে কেষ্ট পাওয়া যায় ?
- স্বপ্ন দেখো তুমি?
- না ,তবে দিনের পর দিন স্বপ্নকে তিলে তিলে চুরমার হতে দেখেছি...
- অভি দা ?
- আর কতদিন ?
- কি?
- দাদা বলবি ?
- ধ্যাত !! জানিনা...
(একটু চুপ থেকে)
আচ্ছা , কখনও ভালবেসেছো ?
ভালবাসো কাউকে...
- কাউকে ! অনেক কে।
এই আকাশ, মাটি,সবুজ পাতা, রাত-আকাশের তারা
গোটা পৃথিবীটাকেই তো ভালবাসি ।
- আর নদী? নদীকে ভালবাসো না?
নদীর প্রতিটা বাঁকে কি রহস্য
জানতে ইচ্ছে হয় না তোমার?
- নদী দেখলে ডুবে যেতে ইচ্ছে হয়
জুড়িয়ে নিতে ইচ্ছে হয় সমস্ত কষ্ট,ভেসে চলে যেতে ইচ্ছে করে বহুদুর...!
- আর কোনও মেয়েকে ভালবাসোনি?
- মেয়ে?... হ্যাঁ...... মাকে
- বুদ্ধুরাম! সেতো আমিও বাসি...
( খানিকক্ষণ চুপ থেকে অভি বলে উঠলো )
- এত কিছু তো জানিনা...
তবে জানিস, যখন খুব আনন্দ হয়
মনে হয়, তক্ষুনি তোকে জানাই
আবার যখন খুব কষ্ট হয়,
ইচ্ছে করে তোর পাশে এসে বসি ।
যখন আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা
অথবা রোদ ঝলমল দিন
তোকে ডেকে দেখাতে ইচ্ছে করে
সুন্দর কোন গান শুনলেই তোর কথা মনে পড়ে...
- আর ?
(একটু কাছে এগিয়ে এলো রূপ। হাতে হাত স্পর্শ করলো ,দুরত্ত ভেঙে শরীরে শরীর মিশতে চায় ওদের)
- তোকে নিয়ে লেখা আমার হাজার গল্প,সেই গল্পের রাজকন্যা তুই।
তুই আমার গল্পের অহংকার ,অহংকার টা এতটাই দৃঢ়
যে, তুই হারিয়ে গেলেও আমায় তোকে হারাতে হবেনা ।
জানিস,তুই অনেকটা ............
ততক্ষণে রূপের ঠোঁট আলতো করে ডুবিয়েছে ,থামিয়ে দিল অভিকে। কেঁপে উঠলো বুক।
শহর জুড়ে কেমন যেন নিস্তব্ধতার হাওয়া বয়ে গেলো...
ভালোবাসার প্রথম দাগ কেটে দিল রূপ ,অভির মনে।।সব প্রশ্নের উত্তর যেন একটাই।
স্তব্ধতা ভেঙ্গে অভি বলে উঠলো -
" ঠোঁটে ঠোঁট ছোঁওয়াটা হয়েই গেলো আজ বল? " !!
~ Abhinabha Dhar
Follow us on :
Facebook page :
Instagram :
Twitter :
Comments
Post a Comment