প্রসূনের চুপকথা
(Photo : Google pics) |
সেই যে গোলাপ টা দিয়ে ছিলিস না?
আজও রাখা আছে জানিস?
হয়তো ছিড়ে গেছে পাপড়ির ডানা, তবুও যত্নে রেখেছি,
সত্যি বলছি,মানিস।
না না! যতটা যত্নে তুই আমায় রেখে ছিলিস,
ততটা যত্নে নেই রে ওটা
তবে ভালোই আছে,
হয়তো বা এক ফোটা।
ছিড়ে যাওয়া পাপড়ি গুলো জোড়া লাগতে চাইনা আর
বোধয় খুব রেগে আছে, আবার হয়তো বা অভিমান।
আজকাল আর পাখার হাওয়ায় উড়ে যেতে চাইনা,
Diary টা যে কি মায়া করেছে,
যেন একই রকম ছোঁয়া আর কোথাও পায়না!
কিন্তু মাঝরাতে যখন ঘুম ভেঙে যাই, কি যেন ফিস-ফিস করে বলে,
হয়তো তুই হারিয়ে গেছিস, সেটা ভেবে সারারাত কেঁদেই চলে!
সেই যে গোলাপ টা দিয়ে ছিলিস না?
আজও রাখা আছে জানিস?
হয়তো লাল রং টা ফুরিয়ে গেছে, তাই আর মাখতে দেখিনা
যদি কখনো এদিক দিয়ে পেরিয়ে যাস,
মনে করে ওদের জন্য লাল রং টা আরেকটু আনিস!
~ Rupsaa
Follow us on :
Facebook page :
Instagram :
Twitter :
Bhalo ✌
ReplyDelete