পরিণতি
পথ বড় নির্জন।
এখন'ও তো সময় আছে ,
কালো আকাশের দিকে চেয়ে দেখি,
আর ভাবি....
একদিন ভাবতাম ওরকম ,
তখন নিষ্প্রভ আলোর দল ।
জ্বলতে জ্বলতে নিভে যায়।
বেঁচে থাকে আসক্ত হৃদয়ের মৃত চাই।
আমার কি কোনোদিন মাথা তুলে দাঁড়াব না,?
পদতলে থাকবো ?
না ...না....না।।।
আহ্নীক গতি যখন , বেঁচে আছে ।
আমরাও বাঁচবো...
পৃথিবীর প্রতিটি আবর্তনে ,
প্রতিফলিত হবো অতীত -ভবিষ্যতের দর্পনে।
~ Gourab Mistri
Previous Article :
Follow us on :
Facebook page :
Instagram :
Twitter :
অসাধারণ
ReplyDelete