Followers

Total Pageviews

আত্মীয় স্বজন

কেউ বন্ধু বানিয়ে যায় ভুলে,
আবার কেউ ভালোবেসে যায় হারিয়ে,
কিন্তু আত্মীয়রা হয় আসল বুদ্ধিমানের!
কাজের সময় রাখবে তোকে মনে,
করবে জিজ্ঞাসা, 'কেমন আছিস বাবা?'
বলবে, 'দেখিনি অনেক দিন তোকে!
শরীরটা অনেক হয়েছে খারাপ, আগের থেকে,
বাইরে থাকিস তো!
মনে হয় করিস না খাওয়া দাওয়া ঠিক করে!'

আরো অনেক করবে বকবক
তবে নিজের কাজ ফুরালেই,
আর চিনতে পারবে না তোকে
ভুলে যাবে তুই কে?
থাকবে না মনে তাদের
কেউ আছে, চেনা, তোর নামের।।

আর একটা সময় পাবি তাদেরকে তোর পাশে,
যখন হবে কিছু খারাপ তোর জীবনে,
থাকবে তারা শুধু জ্ঞান দেওয়ার জন্য।
মনে হবে বিশ্বের সব পন্ডিত,
যেন জন্মেছে তোরই ঘর পরিবারে। 
কিন্তু থাকবে না কেউ তোর পাশে
তোর নিজের কোনো দরকারে, 
অথবা সৎ সঙ্গ বা বুদ্ধি দিতে।।

এমনটাই হয়েছে আমাদের সবার সাথে,
তাই আত্মীয় স্বজনদের কথা ছেড়ে,
বাস ভালো মা বাবা কে;
কর সন্মান তাদের;
আর কথা মেনে চল ওদের!
যারা সারাটা জীবন ধরে,
থাকবে তোর পাশে!
তাতে সেটা হোক দুঃখ বা সুখ!
যাবে না কোনোদিনও কোথাও তোকে ছেড়ে।।

~ Hunter

Follow us on : 

Facebook page :


Instagram :


Twitter :

Comments

Popular posts from this blog

The beauty of life - DEATH

Faking Remains an Art

Good Books Good Hope