বাদামী
রঙিন প্রতিলিপি দিয়ে মন কেড়ে নাও।
দুপরের দামী ঘুম নিয়ে ।
অজান্তে তোমার প্রেম ফেলে যাও।
সেই বিকৃত এতটুকু প্রেম নিয়ে
আমি সমালোচনা করি !আমি!
শুধুই মনে পড়ে তোমায় প্রথম দেখা,
কেমন ঘটিয়েছিল সুনামী।
তোমার সাথে মস্ত বড় পথ ,
দু' দশ কদম হেঠেছিলাম সাথে,
ধুলো পরে যাওয়া পুরোনো সাইকেল ,
তখন বন্দি ছিল আমার কঠিন হাতে।
সময়ের পর সময় পেরিয়ে
কালো পিচ রাস্তা বলেছিল জেগে,
এরপর আরো আছে পথ ,
তাই মিশে গিয়েছিলাম তোমার আবেগে।
রাস্তার ওপারে ধানের মাথাগুলো,
নেচে উঠেছিল সম্পর্কের স্বাধীনতায়,
আজ আমিও কেমন হারিয়ে যাচ্ছি,
তোমার ঠোটের বাদামী রঙে প্রায়।
~ Gourab Mistri
Previous Articles :
Follow us on :
Facebook page :
Instagram :
Twitter :
Comments
Post a Comment