Followers

Total Pageviews

বাদামী

(Photo: Hunter)

মাঝে মাঝে মনে হয় তুমি একটা বোকাবাক্স ।
রঙিন প্রতিলিপি দিয়ে মন কেড়ে নাও।
দুপরের দামী ঘুম নিয়ে ।
অজান্তে তোমার প্রেম ফেলে যাও।
সেই বিকৃত এতটুকু  প্রেম নিয়ে 
আমি সমালোচনা করি !আমি!
শুধুই মনে পড়ে তোমায় প্রথম দেখা,
কেমন ঘটিয়েছিল  সুনামী।
তোমার সাথে মস্ত বড় পথ ,
দু' দশ  কদম হেঠেছিলাম সাথে,
ধুলো পরে যাওয়া পুরোনো সাইকেল ,
তখন বন্দি ছিল আমার কঠিন হাতে।
সময়ের পর সময় পেরিয়ে 
কালো পিচ রাস্তা বলেছিল  জেগে,
এরপর  আরো আছে  পথ ,
তাই  মিশে গিয়েছিলাম  তোমার আবেগে।
রাস্তার ওপারে  ধানের  মাথাগুলো, 
নেচে উঠেছিল সম্পর্কের স্বাধীনতায়,
আজ আমিও কেমন হারিয়ে যাচ্ছি,
তোমার ঠোটের বাদামী রঙে প্রায়।


Comments

Popular posts from this blog

The beauty of life - DEATH

Faking Remains an Art

Good Books Good Hope